জনপ্রিয়

রাজনৈতিক উত্তেজনায় কুড়িগ্রাম উত্তপ্ত, যুবলীগ নেতাসহ আটক ৬

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 5 hours ago

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর ও ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় দুই যুবলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে যুবলীগ নেতা আমিনুল ইসলাম বিটু (৫২) এবং বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় কদমতলা বাজার থেকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৭) কে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম বিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমিনুল ইসলাম বিটু উলিপুর পৌরসভার হায়াৎখাঁন গ্রামের আব্দুল হাকিমের ছেলে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।এদিকে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের যুবলীগ সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৭) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, শেখ হাসিনা দেশত্যাগের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় উপজেলার কদমতলা বাজার থেকে গ্রেফতার করে হয়। ফুলবাড়ীতে ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার আতিকুর রহমান নয়ন উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।অপরদিকে, (৮ এপ্রিল) রাতে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতার অন্য আসামিরা হলো- গোরক মণ্ডল এলাকার বেলাল হোসেনের ছেলে মো. আল-আমিন, একই এলাকার জাফর আলী ছেলে হাসছেন আলী, নজরুল মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ও তালুক শিমুলবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শরিফুল ইসলাম সাগর।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাসহ বাকি ৪ আসামিকে আদালতের মাধ্যমে  কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।