রাজধানী ঢাকায় ২ গাড়ি চাপায় দোয়ারাবাজারের যুবকের মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 10 hours ago

আব্দুল্লাহ আল মারুফ, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):রাজধানী ঢাকায় ২ গাড়ি চাপায় রুস্তম আলী (২৭) নামে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) সকালে ঢাকার কেরানীগঞ্জ জেলগেট এলাকার সড়কে এই ঘটনাটি ঘটে। নিহত যুবক রুস্তম আলী (২৭) দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত. ফজর আলীর পুত্র। জানা গেছে, কেরানিগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দীর্ঘদিন যাবত চাকরি করছিলেন রুস্তম। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে ডিউটি করার একপর্যায়ে রুস্তম আলীর মোবাইল ফোনে কল আসলে সে ফোনে কথা বলতে বলতে রুমের বাহিরে চলে যায়। তখন সড়ক পারাপার হওয়ার সময় প্রথমে একটি বাস ধাক্কা দিয়ে রুস্তমকে ফেলে যায়, পরবর্তী আরেকটা গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তার পা ভাঙে আর মাথায় গুরুতর আঘাত লাগে।ঘটনার পর তাৎক্ষণিক রুস্তমের সহকর্মী ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

নিহত রুস্তম আলী’র বড় ভাই সমশর আলী বলেন, কাজের লাগিন আমার ভাই ঢাখা (ঢাকা) গেছিল। কিন্তু আর ফেরত আইলোনা না ভাইটা, বাড়িতে ফিরল ভাইয়ের লাঁশ ।

অ্যাম্বুলেন্স করে নিহতের লাঁশ বাড়িতে আনা হচ্ছে বলেনও নিশ্চিত করেছেন তার পরিবার।