জনপ্রিয়

রাঙ্গুনিয়ার দুই হাজার দরিদ্র মানুষ পেল নুরুল হক জরিনা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের দুই হাজারের অধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে আলহাজ্ব নুরুল হক জরিনা ফাউন্ডেশন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন নুরুল হক জরিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর। রোববার (১০ মার্চ) বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। রাংগুনিয়া উপজেলা যুবলীগ নেতা মো. পারভেজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগ নেতা নাছির উদ্দীন আহমেদ, তাতীলীগের আহবায় মোরশেদ তালুকদার, আওয়ামী লীগ নেতা আবু ছালেহ, ইউপি সদস্য সামশুল আলম, মো. ইসমাইল, মো. হোসেন হাজী, মো. রুবেল, ছাত্রলীগ নেতা মো. ফারুক, মো. রিয়াদ প্রমুখ। শেষে প্রতি প্যাকেটে ১৯ কেজি সমপরিমাণ ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। রমজান শুরুর আগে প্রতিবারের ন্যায় এসব সামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ দরিদ্র মানুষ। উল্লেখ্য দীর্ঘ সময় ধরে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত ত্রাণ সহায়তা করে আসছে নুরুল হক জরিনা ফাউন্ডেশন। প্রতি রমজানের শুরুতে ইফতার সামগ্রী এবং ঈদের পূর্বে ঈদবস্ত্রসহ অসুস্থ রোগী, গরীব মেয়েদের বিয়েতে সহায়তাসহ নিয়মিত নানা সাহায্য অব্যাহত রেখেছে ফাউন্ডেশনটি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর।

  • রাঙ্গুনিয়ার দুই হাজার দরিদ্র মানুষ পেল নুরুল হক জরিনা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী