সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় জলবায়ু সহিষ্ণু মাছচাষ প্রযুক্তি প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহবুব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শিবাস চন্দ্র চন্দ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, মো. ওবায়দুল হক প্রমূখ। শেষে উপজেলার ৭টি গ্রুপের ৭টি প্রদর্শনীতে মনোপেক্স তেলাপিয়া মাছের পোনা, মাছের খাবার, চুন, সার, খৈল, সাইনবোর্ড বিতরণ করা হয়।