সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
বিশুদ্ধানন্দ স্মৃতি সংসদের ২১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম শিলক বিশুদ্ধানন্দ স্মৃতি সংসদের আয়োজনে বৈকালিক সংঘদান, পুরস্কার বিতরণী ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের পরমানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ ধর্মানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি পশ্চিম সৈয়দবাড়ি শান্তিময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানবংশ মহাথের, উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহারের অধ্যক্ষ শাসননিধি পুন্নানন্দ থের, পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ থের, চান্দগাও সার্বজনীন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সংঘশ্রী ভিক্ষু, বিশুদ্ধানন্দ স্মৃতি সংসদের ধর্মীয় সম্পাদক দেবরত্ন থের, মধ্যম শিলক সার্বজনীন সুগতানন্দ বৌদ্ধ বিহারের শাসনশ্রী ভিক্ষু, পশ্চিম শিলক সার্বজনীন সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বুদ্ধকীর্ত্তী ভিক্ষু ও চান্দগাঁও নির্বাণধর্ম প্রবর্তন বিহারের অধ্যক্ষ শাসনমিত্র ভিক্ষু প্রমুখ। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা আশিষ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান বাদশা, টিটু বড়ুয়া, শিক্ষক মনোরঞ্জন বড়ুয়া, শিক্ষক স্বপন বড়ুয়া,শিক্কক নিরঞ্জন বড়ুয়া, শিক্ষক তুষার তালুকদার, সংঘমিত্র বড়ুয়া (স্বাস্থ্য পরিদর্শক) , ডা. সুভাষ বড়ুয়া, আনোয়ার হোসেন তালুকদার, সমীরণ বড়ুয়া, বাবু দীপক তালুকদার, শিক্ষক পদ্ধলোচন বড়ুয়া, বাবু নয়ন বড়ুয়া উদ্ধোধক হিসেবে ছিলেন বান্দরবান পিটিআই’র সহকারী সুপারিন্টেন্ডেন্ট শ্যামল বড়ুয়া। বক্তব্য দেন বিশুদ্ধানন্দ স্মৃতি সংসদের সভাপতি উপদেশ বড়ুয়া, সিনিয়র সহ- সভাপতি নন্দন বড়ুয়া, সাধারণ সম্পাদক রুমন বড়ুয়া, যুগ্ম সম্পাদক রাহুল তালুকদার,অভি বড়ুয়া, রবিন বড়ুয়া, রবিন তালুকদার, মুন্না বড়ুয়া, পিন্টু বড়ুয়া এবং বিশুদ্ধানন্দ স্মৃতি সংসদের আরো সদস্য- সদস্যা ও সূধীবৃন্দ। সঞ্চালনা করেন রুপাল বড়ুয়া। পশ্চিম শিলক এর পাঁচটি বৌদ্ধ বিহারের আওতাধীন ছাত্র -ছাত্রীদের নিয়ে ধর্মীয় প্রতিযোগিতা গ্রহণ করে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ মনিষা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মরাজিক মহাকমপ্লেক্স, অগ্রসার অনাথাশ্রমসহ বহু জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অনাথ পিতা, বহু আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত ও বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত, ২৪তম মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের এর স্মৃতি রক্ষার্থে রাঙ্গুনিয়ার পশ্চিম শিলক গ্রামের সেই সময়কার কিশোর – কিশোরী ও যুবাদের সমন্বয়ে ২০০৩ সালে বিশুদ্ধানন্দ স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল।