রাঙ্গাবালীতে জাগোনারী’র শিখন কর্মশালা ও প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 days ago

রাঙ্গাবালী (পটুয়াখালী)

‎আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে বেসরকারি সংস্থা জাগোনারীর বাস্তবায়নে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নে বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্পের শিখন কর্মশালা ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

‎প্রজেক্ট অফিসার মো. সরোয়ার হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সভা সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহিন আহমেদ।

‎সভায় বক্তারা প্রকল্পটির প্রশংসা করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ করে নারী, কিশোরী, শিশু, গর্ভবতী মা, প্রতিবন্ধী ও বৃদ্ধরা দুর্যোগকালে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে-এ কারণে তাদের প্রতি অধিক যত্নবান হওয়ার তাগিদ দেন বক্তারা।

‎প্রকল্প সমন্বয়কারী মোক্তার হোসেন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, গত ৩০ মে গভীর নিম্নচাপের কারণে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র ৬২৬ জনকে বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতিজনকে ৬ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

  • রাঙ্গাবালীতে জাগোনারী’র শিখন কর্মশালা ও প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত