রাঙ্গাবালী (পটুয়াখালী)
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে বেসরকারি সংস্থা জাগোনারীর বাস্তবায়নে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নে বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্পের শিখন কর্মশালা ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
প্রজেক্ট অফিসার মো. সরোয়ার হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সভা সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহিন আহমেদ।
সভায় বক্তারা প্রকল্পটির প্রশংসা করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ করে নারী, কিশোরী, শিশু, গর্ভবতী মা, প্রতিবন্ধী ও বৃদ্ধরা দুর্যোগকালে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে-এ কারণে তাদের প্রতি অধিক যত্নবান হওয়ার তাগিদ দেন বক্তারা।
প্রকল্প সমন্বয়কারী মোক্তার হোসেন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, গত ৩০ মে গভীর নিম্নচাপের কারণে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র ৬২৬ জনকে বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতিজনকে ৬ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।