জনপ্রিয়

রাংগুনিয়া বেদৌরা আলম চৌধুরীর শোকসভা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি

চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্টার অন্যতম পৃষ্টপোষক মহিয়সী নারী বেদৌরা আলম চৌধুরীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রুবিনা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার৷ বক্তারা বলেন, “বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম শাহ চৌধুরীর সহধর্মীনি বেদৌরা আলম চৌধুরী সবসময় স্বামীর পাশে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন। নিজেও প্রতিষ্ঠা করেছেন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের৷ এভাবে শিলক তথা রাঙ্গুনিয়ার শিক্ষা বিস্তারে বেদৌরা আলম চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।” সভায় বিশেষ অতিথি ছিলেন এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়িয়া, শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাশেম মাষ্টার বিএসসি, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ চৌধুরী আয়ুব খান, পরিবারের পক্ষ থেকে মরহুমা বড় ছেলে এম এ মান্নান চৌধুরী ও মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে শিক্ষক মমতাজ উদ্দিন চৌধুরী, আন্দরকিল্লা কাগজ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল আলিম আবদুল্লাহ, রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান চৌধুরী, দক্ষিণ শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাবেদ হোসেন তালুকদার, এম শাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বড়ুয়া, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রূহের মাগফেরাত কামনা করা হয়।

  • রাংগুনিয়া বেদৌরা আলম চৌধুরীর শোকসভা