রক্তসেবা ফাউন্ডেশন বরিশাল এর আয়োজনে: বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ সফলভাবে সম্পন্ন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 13 hours ago

স্টাফ রিপোর্টার

পরিবেশ রক্ষায় এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে, রক্তসেবা ফাউন্ডেশন বরিশাল এর উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

🔻 ধামসর অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
🔻 পূর্ব ধামসর নূরানী ও হাফিজী মাদ্রাসা
🔻 আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়
🔻 আটিপাড়া মইনুল উলুম ফাজিল মাদ্রাসা
🔻 সানুহার মেছেরউদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়
🔻 শিকারপুর জি জি মাধ্যমিক বিদ্যালয়
🔻 সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়
🔻 পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়
🔻 ইচলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
সহ বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়া ধামসর গ্রামের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা ও শপথ গ্রহণের আয়োজন করা হয়ঃ

আমরা বিশ্বাস করি—
“একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক প্রাণের প্রাঙ্গণ”

এই ধারাবাহিক কার্যক্রম সারা বছর জুড়েই চলবে ইনশাআল্লাহ।

আপনিও গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন।
সবুজ বাংলার স্বপ্নে আমরা একতাবদ্ধ।