রিয়াজুল হক সাগর, রংপুর
সমাজের বিশিষ্ট ও নিরপরাধ ব্যক্তিদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং সম্প্রতি গংগাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ, রংপুর।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে এ কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্তর্র্বতীকালীন সরকার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ ও সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট, রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড শাহাদাত হোসেন, সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), রংপুর জেলা। কমরেড আব্দুল মমিন, সদস্য সচিব, সমাজতান্ত্রিক দল (এসডি), রংপুর। আহসানুল আরেফিন তিতু, সদস্য সচিব, বাসদ (মার্কসবাদী), রংপুর। কমরেড কাফি সরকার, সাধারণ সম্পাদক, সিপিবি, রংপুর জেলা সহ স্থানীয় বামপন্থী সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞাসহ সমাজের সম্মানিত ও নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পাশাপাশি, তদন্ত ছাড়া কাউকে এজাহারভুক্ত বা গ্রেফতার না করার দাবিও তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, মামলা বাণিজ্য, চাঁদাবাজি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সুষ্ঠু তদন্ত ছাড়া কাউকে আসামি করা বা গ্রেফতার করা আইনের অপব্যবহার, যা বন্ধ হওয়া উচিত।
এছাড়া সম্প্রতি রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় সমাবেশ থেকে। বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদই এখন সময়ের দাবি।