জনপ্রিয়

রংপুরে দুলা ভাইয়ের হাতে শ্যালক খুন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 months ago

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুরে শ্বশুরবাড়িতে থাকা নিয়ে বিরোধের জেরে দুলা ভাইয়ের হাতে শ্যালক রুবেল মিয়া (১৫) খুন হয়েছেন। সোমবার (১০ জুন) বিকেল ৪টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে দুলাভাই মাহিগঞ্জ মহিন্দ্রা মধ্যপাড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে হাসান আলী আপেল (৩০) ও কল্যানী মোদকপাড়া গ্রামের সাগর চন্দ্র মোহন্তের ছেলে সোহাগ চন্দ্র মোহন্তকে (২৪) গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) বিকেল ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, গত ২ জুন রাতে বাড়ি থেকে ডেকে এনে রুবেলকে দা দিয়ে গলাকেটে হত্যা করে পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের ছোট কল্যানী মোড়কপাড়া গ্রামের একটি ধানক্ষেতে ফেলে রাখে দুলাভাই হাসান আলী আপেল ও তার বন্ধু সোহাগ চন্দ্র মহন্ত। পরবর্তীতে রুবেলকে অপহরণ করা হয়েছে বলে বাবা বেল্লাল হোসেনের মোবাইল ফোনে ১৫ লাখ টাকার মুক্তিপণ দাবী করে আপেল। এ ঘটনায় ৬ জুন মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করে রুবেলের বাবা বেল্লাল হোসেন। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আপেল ও সোহাগকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো ধানক্ষেত থেকে সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ। উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে বিদেশ থেকে ফেরত এসে শুরবাড়িতে বসবাস শুরু করেন হাসান আলী আপেল। এটি শ্যালক রুবেল মিয়া সহ্য করতে পারছিল না এবং হাসানকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তার বাবাকে চাপ দেয়। অপরদিকে রুবেল মিয়া ৫ হাজার টাকা ধার দিয়ে তা পরিশোধ না করায় সোহাগ চন্দ্র মোহন্তের সাথে তার বিরোধ চলছিল। এই দুই কারণে পরিকল্পনা করে রুবেল মিয়াকে হত্যা করে হাসান ও সোহাগ। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

  • রংপুরে দুলা ভাইয়ের হাতে শ্যালক খুন