জনপ্রিয়

রংপুরে ট্রেন অবরোধ করে বৈষম্যমূলক আচারণের প্রতিবাদে শিক্ষার্থীরা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

রিয়াজুল হক সাগর, রংপুর

রংপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে বৈষম্যমূলক আচারণের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মুসতাক তাহমিদ নিলয়, নায়িম হোসেন, শাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ ইমতি, মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ অন্যরা। মানববন্ধন-সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সারাদেশে রেলের উন্নয়ন হলেও রংপুরে বৈষম্য করা হয়েছে। বিভাগীয় জেলা হিসেবে যে মানের রেলস্টেশন থাকার কথা, সেটি নেই। যাত্রীদের জন্য পর্যাপ্ত ফ্যান নেই, লাইট নেই, ভাল মানের শৌচাগার নেই। রেলস্টেশনের চারদিকে খোলা থাকার কারণে সবার অবাধ প্রবেশ রয়েছে। এতে করে প্রায় সময় চুরি-ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে। বিগত সময়ে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা স্টেশনে এসে উন্নয়নের কথা বলেছে। অথচ প্লাটফর্ম উঁচুকরণ ছাড়া রংপুর রেলস্টেশনের কোন উন্নয়ন হয়নি। বক্তারা আরও বলেন, বিভাগীয় জেলা হওয়ায় এখানে রেলের যাত্রীর অনেক চাপ থাকে। অথচ ঢাকাগামী রেল মাত্র ২টি। সেই ট্রেনেরও টিকিট পাওয়া যায় না। অথচ সরকার রংপুরের রেলস্টেশন উন্নয়নসহ পর্যাপ্ত ট্রেন বরাদ্দ দিলে সরকার অনেক টাকা রাজস্ব পেত। যাত্রীরাও স্বস্তিতে ভ্রমণ করতে পারতো। এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি দেয়।

  • রংপুরে ট্রেন অবরোধ করে বৈষম্যমূলক আচারণের প্রতিবাদে শিক্ষার্থীরা