জনপ্রিয়

যোগাযোগ ফুরাইলে সম্পর্কের ইতি ঘটে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 weeks ago

আকাশ দাশ সৈকত

চলার পথে কতো মানুষের সাথে পরিচয়, কতো নতুন নতুন সম্পর্কের ভীড় জমে! আড্ডা আনন্দ আর গল্পে কতো শত দিন যায় চোখের পলকে সেইটা হয়তো কখনো গোণে শেষ করার মতো না! তবে একটা সময় সেই সকল পরিচিতরা অপরিচিত হয়ে যায়, যাদের সাথে আমাদের প্রচুর ভাব ছিলো একদিন সবাই হারিয়ে যায়,,।

শৈশবের স্কুল বন্ধুরা! কিংবা বড় হয়ে কর্মক্ষেত্রের সঙ্গীরা, সময়ের ব্যবধানে অনেকে এখন অপরিচিতর তালিকায়, হয়তো তাদের মধ্যে কারো কারো সাথে শেষ দেখাটাও হয়ে গেছে, আর কখনো দেখা পাবো কিনা সেইটাও অজানা, মাঝে মাঝে মনে হয় মানুষ আসলে সত্যিকারের ভীনগ্রহী প্রাণী! এরা আসে আনন্দ দেয়! আবার হঠাতে কোথাও যেন হারিয়ে যায় আমাদের অজান্তে……!

আমার জীবনে এমন অনেকে ছিলো যাদের সাথে আমি সময় কাটিয়েছি, হেঁটেছি গল্প করেছি কিন্তু এখন আর দেখাও পাই না , সময় বড় অদ্ভুদ মাঝে মাঝে তাদের স্মৃতি আমাদের কল্পনায় এনে আমাদের ভাবতে বেশি পছন্দ করে থাকে! তবে জীবনে কতো মানুষ এলো কতো মানুষ যে হারাইলাম সেইটা অগণিত থেকে গেলো আজীবন! ওই যে যোগাযোগ ফুরাইলে সম্পর্কের ইতি ঘটে ঠিক তাই….!