লেখক: শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয় (কায়রো, মিশর)
মানুষ বদলায়, সময় বদলায়, সম্পর্কও বদলায়। যে হাত একদিন শক্ত করে ধরে রেখেছিল, একদিন সেই হাতই ফসকে যায়। যে কণ্ঠস্বর আশ্বাসের সুরে বলেছিল, “আমি আছি,” একদিন সেই কণ্ঠও নীরব হয়ে যায়। সম্পর্কের নিয়মই এমন—আসা-যাওয়ার খেলায় কেউ স্থায়ী নয়, কেউ চিরকাল পাশে থাকে না।
কিন্তু এক ভালোবাসা আছে, যা কখনো মলিন হয় না, যা কখনো বদলায় না—আল্লাহর ভালোবাসা।
যখন জীবন ক্লান্ত করে দেয়, যখন পথের সঙ্গীরা হারিয়ে যায়, যখন শত ব্যস্ততার মাঝেও বুকের গভীরে একাকীত্ব বাজে, তখনো একজন আছেন, যিনি কখনো দূরে চলে যান না। তিনি দেখেন, তিনি বোঝেন, তিনি শোনেন। হয়তো কারও কান্না নীরবে ঝরে, হয়তো কোনো ব্যথার কথা বলা যায় না কারও কাছে, কিন্তু তিনি জানেন। তিনি প্রতিটি দীর্ঘশ্বাস শুনতে পান, প্রতিটি অব্যক্ত কষ্টের ভার অনুভব করেন।
এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, মানুষের অনুভূতি বদলে যায় সময়ের সঙ্গে। আজ যে হৃদয়ে ভালোবাসার ফুল ফোটে, কাল সেখানে অবহেলার কাঁটাও জন্মায়। আজ যে বন্ধু পাশে দাঁড়ায়, কাল হয়তো সে-ই চলে যায় না ফেরার দেশে কিংবা মন থেকে দূরে সরে যায়। অথচ আল্লাহর ভালোবাসায় নেই কোনো পরিবর্তন, নেই কোনো সীমাবদ্ধতা।
তিনি বলেন, “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (সুরা গাফির: ৬০)
কত মানুষ আসে-যায়, কত সম্পর্ক গড়ে আবার ভেঙে যায়! তবু যে হৃদয় একবার আল্লাহর প্রেমে ডুবে যায়, সে আর কখনো শূন্য হয় না। মানুষ ছাড়তে পারে, ভুলে যেতে পারে, প্রতিশ্রুতি ভাঙতে পারে—কিন্তু আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না, কখনো মুখ ফিরিয়ে নেন না।
একটা সময় আসে, যখন মানুষ বোঝে—এই দুনিয়ার মোহ, মানুষের ভালোবাসা, খ্যাতি, অর্থ—সবই ক্ষণস্থায়ী। সব একদিন শেষ হয়ে যায়, মলিন হয়ে যায়। কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন, শাশ্বত। যে তাঁর ভালোবাসায় ডুবে যায়, সে আর কিছু হারায় না। কারণ সে পেয়ে যায় সেই ভালোবাসা, যা কখনো ফুরায় না, যা কখনো বদলায় না।