সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
গতকাল ৬/৩/ ২৪ ইং রোজ বুধবার বিকাল ৩ ঘটিকা থেকে শুরু করে আজ ৭/৩/২৪ ইং রোজ বৃহস্পতিবার শেষ রাত্রে সেহরি খাওয়ার মাধ্যমে এক বর্ণাঢ্য আয়োজনে যুব উলামা পরিষদ বিজয়নগরের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি মুফতি রহমাতুল্লাহ কাসেমির সভাপতিত্বে ও মুফতি রইছ উদ্দীন আমিনীর পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম। এছাড়া উক্ত অনুষ্ঠানে মুফতি বোরহান , মাওলানা এমদাদ উল্লাহ হাবিবি, মাওলানা শাহেদ আলী, মুফতি মোজাম্মেল হক ইয়াকুবী, মাওলানা আবুল হাসান কল্যাণপুরী, মুফতি সলিমুল্লাহ সাঈদী , মাওলানা শিবলী নোমান রাসেল, মুফতি মনির হুসাইন মাধবপুরী ,মাওঃ মুসা আল হাবিব মুফতি ফরিদ মাহমুদ, হা. মাওলানা আরিফুল ইসলাম জাবের , মুফতি আব্দুল্লাহ আল হাবীব ও আ. করিম সহ শতাধিক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে হলে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। এছাড়াও তাঁরা ইখলাস, আনুগত্য, আত্মবিচার, ইহতেসাব, আত্মশুদ্ধি, ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা ও বুনিয়াদ-কাজ ইত্যাদি বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন। এসময় অত্র সংগঠনের প্রত্যেকটি সদস্য পূর্বের ন্যায় সত্য প্রতিষ্ঠায় এবং গান-বাজনা ও শিরক-বিদআতের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে বিগত বছরের আয়- ব্যয়ের হিসাব পেশ করা হয়। সাথে সাথে আগামী অর্থবছরের জন্যে ৪ লক্ষ ৪৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। এবং সকলের পরামর্শক্রমে সংগঠনটি কে সামনে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ করে বিশদ পরিকল্পনা পেশ করা হয়। সংগঠনটির সভাপতি মুফতী রহমতুল্লাহ কাসেমী দেলোয়ার হোসাইন মাহদী’র সাক্ষাৎকারে বলেন বিগত দিনে আমরা গান-বাজনা ও ইভটিজিং বন্ধ করন, সাথে সাথে প্রায় দুশো ছেলেদেরকে নিতি- নৈতিকতা,দেশ প্রেম ও সমাজ কল্যানের লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছি। এবং নবীন আলেম সংবর্ধনা সহ আরও অনেক কার্যক্রম করেছি। সামনের দিনগুলোতেও করে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে দেশের মানুষ কল্যাণ ও বিশ্ব মুসলমানদের মুক্তি কামনায় মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।