জনপ্রিয়

যুবলীগের ইফতার বিতরন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্রগ্রাম প্রতিনিধি

রবিবার (১৭ মার্চ) বিকালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে রোয়াজারহাট বাজারে হতদরিদ্র, মেহনতী মানুষ, শ্রমজীবী, গরিব দুস্ত অসহায় মানুষের মাঝে রান্না করা ইফতার ও পানি বিতরণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০৪তম জন্ম বার্ষিকী ও কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে ইফতার ও পানি বিতরণ করা হয়। এতে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন ও যুবলীগের সাধারণ সম্পাদক মোহামমদ ইউনুস ও উপজেলা যুবলীগ নেতা পারভেছ ও হাবিব সহ রাঙ্গুনিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুবলীগ সভাপতি ওসাধারণ সম্পাদক জানায় বিতরণ কার্যক্রমের শুরুতে মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এর পরামর্শে ইফতার মাহফিলের পরিবর্তে গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসে আরো বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ।

  • যুবলীগের ইফতার বিতরন