জনপ্রিয়

যাত্রা শুরু করলো জেএম টিভি…..

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 months ago

সম্পাকীয়:

দীর্ঘদিন পরিকল্পনা ও আলোচনার পর জার্নালওয়েব বিডির প্রতিনিধি ও শুভাকাঙ্খীদের নিয়ে এবার যাত্রা শুরু করলো জেএম টিভি। জেএম টিভি যেটি বর্তমানে আইপি টিভি স্বীকৃতির লক্ষে সারাদেশ ব্যাপী কার্যক্রম পরিচালনা করবে। জেএম টিভির ২০২৪-২৫ ইং সনের জন্য চেয়্যারম্যান এর দায়িত্বভার গ্রহণ করেছেন জার্নাল ওয়েব বিডির সম্পাদক ও দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ রায়হান চৌধুরী। তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবৎ জার্নাল ওয়েব বিডিতে লিখিত নিউজ নিয়ে কাজ করে আসছি। আমাদের প্রতিনিধি ও সকল শুভাকাঙ্খীদের অনুরোধ ছিলো দেশব্যাপী ভিডিও নিউজ নিয়ে কাজ করার। সেই মোতাবেক আমরা দীর্ঘদিন সকল প্রতিনিধি ও শভাকাঙ্খীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জেএম টিভি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌছাই। আশা করি আমরা আমাদের পূর্বের সুনাম ও সততাকে অব্যাহত রেখে জেএম টিভিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করবো। ইনশাল্লাহ। এছাড়া, জার্নাল ওয়েব বিডির নির্বাহী সম্পাদক ও রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোঃ আল-আমিন হোসাইন জেএম টিভির সিইও নির্বাচিত হন। তিনি সিইও নির্বাচিত হওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, এটি জার্নাল ওয়েব বিডির সমন্বয়তায় প্রতিষ্ঠিত। আমি দীর্ঘদিন যাবৎ নিজের সততা ও পরিশ্রম দিয়ে জার্নাল ওয়েব বিডিতে কাজ করে যাচ্ছি। জার্নাল ওয়েব বিডির সকল প্রতিনিধিরা আমাকে ভালোবেসেই জেএম টিভির সিইও নির্বাচিত করেছেন। আমি তাদের ভালোবাসা রক্ষার্থে এবং জেএম টিভির উন্নতির লক্ষে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। ম্যানেজিং ডিরেক্টর (এমডি) নির্বাচিত হওয়া কাজী রায়হান তানভীর জানান, আমি দীর্ঘদিন যাবত দেশের কয়েকটি স্বনামধন্য পত্রিকার সান্নিধ্যে আছি। যেহেতু জেএম টিভি আমার ভালোবাসার ও প্রিয় মানুষদের একটি সংগঠন এখানে আমি এমডি নির্বাচিত হওয়ায় গর্বিত এবং সকলের প্রতি আমার ভালোবাসা অফুরন্ত। আমি পরিশ্রমে বিশ্বাসী, আমি আমার সর্বোচ্চ প্ররিশ্রম দিয়ে দেশে একটি জনপ্রিয় চ্যানেল হিসেবে জেএম টিভিকে দাড় করানোর লক্ষে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। অপরদিকে সম্পাদনার দায়িত্বে নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকাতে কাজ করা সিনিয়র সাংবাদিক অভিশেখ চন্দ্র রায়। তিনি বলেন আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সু-শৃঙ্খলভাবে জেএম টিভিকে পরিকল্পনা মাফিক ভাবে পরিচালনা করে ধীরে ধীরে সকলের জনপ্রিয়তা অর্জনের লক্ষে কাজ করবো। এছাড়াও সহ সম্পাক, ব্যবস্থাপনা সম্পাদক সহ সকল প্রতিনিধিরা তাদের সু-চিন্তা ও মতামত জানান। সকলেরই একটা লক্ষ জেএম টিভিকে সকলের রুচি সম্মত করে ও সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে সততার সাথে কাজ করে দেশে জনপ্রিয় একটি টিভি হিসেবে পরিণত করা।

  • যাত্রা শুরু করলো জেএম টিভি…..