জনপ্রিয়

যথা সময়ে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 hours ago

যথাসময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকে আওয়ামীলীগ সরকারের মত পালাবার পথ খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন-লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। শনিবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুধু তাই নয় বর্তমান সরকারকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন-আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।

সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার, সব রাজনৈতিক দল ঐক্যমত না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না বলে মন্তব্য করেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ। শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কর্নেল অলি বলেন-আপনারা প্রায় নয় মাস ক্ষমতায় আছেন, মনে হচ্ছে ক্ষমতা ভাগ করছেন, জনগণের সমস্যা নিরশনে উল্লেখযোগ্য কোন উদ্যোগ দৃশ্যমান নেই। ৫ আগস্টের পর স্বৈরাচারের গুন্ডাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ যে মামলাগুলো করেছে বা অভিযোগ দাখিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত এই মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃশ্যত কারো বিরুদ্ধে চার্জশিট দাখিল করেনি।

এ সময় ডক্টর ইউনুস সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন-আপনারা কি দেশের জন্য কাজ করছেন! না আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপেক্ষা করছেন?

তিনি বলেন-আপনি যতই সংস্কার করেন না কেন বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যবদ না হয় এই সংস্কারগুলি কাজে দিবে না।

কর্নেল অলি আহমেদ বলেন-সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদেরকে ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না বা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়াটাও সঠিক হবে না।

গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল ওলি বলেন-দেশ আবারো রক্তপাতের দিকে এগুচ্ছে, হয়তো আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সুতরাং, সময় থাকতেই সঠিক পদক্ষেপ নেন। জনগণকে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে দেন। শুধু মিষ্টি কথায় ভাষণ দিয়ে দেশ চালানো যাবে না বা জনগণের সমস্যার সমাধান হবে না।

এছাড়া যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মত পালাতে হবে বলে মন্তব্য করেন কর্নেল অলি। এদিন লেফটেনেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সারোয়ারদের নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ বিভিন্ন শ্রেণীপেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দেন।

  • যথা সময়ে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি