রাসেল তালুকদার, স্টাফ রিপোর্টার
রবিবার (২০ অক্টোবর) রাত ১০:৪৫ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীরা হলেন বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মো. হাসানের ছেলে এবং বেলকুচি শিশু একাডেমীর দশম শ্রেণীর শিক্ষার্থী খালিদ (১৬) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৬)। তবে আহত ব্যক্তির নাম এখনও জানা যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে তিন যুবক বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন। চৌবাড়ি মোড় এলাকায় পৌঁছালে তারা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত যুবককে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, তিন যুবক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, এবং গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।