জনপ্রিয়

মেসিকে ছাড়াই ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

আকাশ দাশ সৈকত

মেসিকে ছাড়াই ফিফার বর্ষসেরা ফুটবল একাদশ ঘোষণা করেছেন ফিফপ্রো।

২০০৬ সাল থেকে ফিফার প্রতিটা বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। মেসির মতো বর্তমান সময়ের আরেক জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ছিলেন সেই জায়গাতে। তবে সময়ের পালা বদলে এই দুই জন এখন ইউরোপের বাইরে থাকলেও বর্ষষেরা ফুটবল দলের সংক্ষিপ্ত তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছিলেন। তবে ফিফপ্রোর প্রকাশিত সর্বশেষ বর্ষসেরার সেই তালিকায় নাম উঠেনি তাদের কারো তাছাড়া বলতে গেলে বর্ষসেরা একাদশে চলতি বছর দখল করে রেখেছে দুই জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির দখলে। একাদশের দশজনএই আছেন এই দুই ক্লাবের। বাকিজন লিবারপুলের ভার্জিল ভ্যান ডাইক।

একইদিনে মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে ফিফপ্রো। ছেলে-মেয়ে মিলিয়ে বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (পুরুষ) :

গোলরক্ষক: এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

  • মেসিকে ছাড়াই ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা!