জনপ্রিয়

মেয়াদ শেষের আগেই বিদায় নিলো অ্যাডামস!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 36 minutes ago

আকাশ দাশ সৈকত

২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ ছিলো অ্যাডামস। তবে হঠাতে সাবেক এই কিউই ক্রিকেটারের সাথে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।গত বছরের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলো নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যাডামস। তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছিলো শিগগিরই অ্যাডামসের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে এইবার সেই গুঞ্জন হলো সত্যি অ্যাডামসের কোচিং পছন্দ না হওয়ায় গতকাল বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। ফলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হয়ে রইলো বাংলাদেশ হয়ে অ্যাডামসের শেষ সিরিজ।এইদিকে অ্যাডামসের জায়গায় কয়েকজন সম্ভাব্য নতুন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গে কথা বলেছে বিসিবি। এর মধ্যে দুটি নাম বেশি শোনা গিয়েছিল—উমর গুল এবং শন টেইট। তবে উমর গুলের সঙ্গে বনিবনা খুব একটা এগোয়নি। যে কারণে শন টেইটই কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে।