জনপ্রিয়

মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি: সোমবার (৮ এপিল) রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় কাপ্তাইয়ের মেধাবী অসহায়, দোস্ত পরিবার, কলেজ, বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত মেধাবী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আথিক অনুদান বিতরণ করা হইয়াছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এবং কাপ্তাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আথিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সে তো উপস্থিত ছিলেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মফিজুল হক ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এবং ১নং চন্দঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম(বেবি) এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন। অনুষ্ঠানে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে এক শত তিরানব্বই জনপ্রতি দুই হাজার টাকা এবং এক শত নিরানব্বই অসহায় ও দুস্ত পরিবারকে দুই হাজার টাকা করে সর্বমোট সাত লাখ বাহাওর হাজার টাকা অনুদান বিতরন করা হয়।

  • মেধাবী শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান