আকাশ দাশ সৈকত
আমেরিকার মেজর সুপার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি।
বার্সেলোনা এবং পিএসজি দুই দলের হয়ে বেশ সুনাম কুড়িয়েছেন মেসি। তাইতো ক্যারিয়ারের শেষ বয়সে এসে যোগ দিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে। তবে সেইখানে এনেছেন অনেক পরিবর্তন । ইন্টার মিয়ামির হয়ে খেলা এই আর্জেন্টাইন সুপারস্টার ছিলেন দারুণ ফর্মে । তাইতো এইবার মেজর লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
চলতি বছর ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ইন্টার মায়ামির জার্সিতে ১৯ ম্যাচ খেলে ২০ গোল করার পাশাপাশি ১৬টিতে অ্যাসিস্ট করেন। অথচ জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও চোটের কারণে তিনি ৬২ দিন মাঠে ছিলেন না। তা সত্ত্বেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন।