জনপ্রিয়

মুজিব মানে কী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago
ছবি: আনোয়ার হোসাইন।

আনোয়ার হোসেন

মুজিব মানে বাংলার বুকে জন্ম নেওয়া এক নাম,

ইতিহাসের সোনালি পাতায় লিখিত যার নাম।

মুজিব মানে শখ করে ডাকা আদরের এক খোকা,

বাঙালি জাতির হৃদয়ে যার স্মৃতি আঁকা।

মুজিব মানে বাঙালির স্বার্থে নিবেদিত এক প্রাণ,

লক্ষ কোটি হৃদয়ে যার স্মৃতি অম্লান।

মুজিব মানে স্বাধীনতার মহান নেতা,

মুজিব মানে স্বাধীনতার প্রবক্তা।

মুজিব মানে ভালোবাসার এক সিন্ধু,

মুজিব মানে মোদের বঙ্গবন্ধু।

মুজিব মানে শত্রুর সাথে হার না মানার শপথ,

মুজিব মানে শোষণহীন ঐক্যের রাজপথ।

মুজিব মানে লাল সবুজের পতাকা,

মুজিব মানে ইতিহাসে রচিত কবিতা।

মুজিব মানে জনতার স্বার্থে কারাবন্দী এক প্রাণ,

মুজিব মানে বাঙালি মায়ের এক সুসন্তান।

মুজিব মানে বাঙালির হৃদয়ে অস্তিত্বে বহমান,

শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান।

মুজিব মানে বাঙালির হৃদয়ের স্পন্দন,

যাকে হারিয়ে বাঙালির চোখে আজ ক্রন্দন।

তাঁর শোকে মোরা আজ মুহ্যমান,

জান্নাতের উঁচু মাকাম প্রভু তাঁকে করুন দান।

(লেখক: আনোয়ার হোসেন শিক্ষার্থী, ইংরেজি বিভাগ। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।)

  • মুজিব মানে কী