মোহাম্মদ শেখ ফরিদ, জেলা প্রতিনিধি পঞ্চগড়
শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাএ (এস এস সি ব্যাচ ২০১৮) । মিলন খুব ভালো একজন ছেলে বাবার নাম মহাব্বত মাতার নাম মর্জিনা শালবাহান, তেতুলিয়া, পঞ্চগড়। সে রংপুর কারমাইকেল কলেজ তৃতীয় বিভাগ বর্ষে লেখাপড়া করে। মিলন এর ব্লাড ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য কলকাতায় নিতে হবে প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। তার বাবা একজন গরিব কাঠমিস্ত্রি। কোন রকম সংসার চালায় ছেলের চিকিৎসার জন্য এত টাকা পাবে কোথায়? তাই মেধাবী ছাত্র মিলন কে বাঁচাতে সকলের কাছে আকুল আবেদন যে যেভাবে পারেন আর্থিক দিয়ে মিলন কে সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আর্থিক দিয়ে সহযোগিতা করুন। সেই সাথে তার জন্য দোয়া করুন আল্লাহ পাক তাকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেই।