জনপ্রিয়

মা-বাবার স্বপ্ন পূরণের আগে মোটরসাইকেল প্রাণ নিল মাহিনের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ, ফেনী প্রতিনিধি

ইঞ্জিনিয়ারিংয়ের অর্ধ সময় পার করে আর কিছু দিন পরে মা-বাবার মুখ উজ্জ্বল করত মাহিন। মাহিন ছিল ফেনীর ইনস্টিটিউট সাইন্স কম্পিউটার টেকনোলজি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া শেষ করার আগেই প্রাণ গেল মাহিনের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া রাস্তার মাথায় ট্রলি এবং মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মাহিনের। ২৭শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আনুমানিক তিনটায় এ-ই সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে জানা যায়, তার মাথা থেকে মস্তক আলাদা হয়ে যায়। মাহিনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার সময় সিতাগুন্ড রাস্তার মাথায় তার প্রাণ চলে যায়, এরপর তাকে ফেনী জেলার সদর হাসপাতালে আনলে ডাক্তারা তাকে মৃত্যু ঘোষণা করেন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় পোস্ট ম্যাডামের জন্য। দুই বোনের মধ্যে এক ভাই ছিল মাহিন।এমন মর্মান্তিক মৃত্যুর কথা শুনে ভেঙে পড়েন তার প্রবাসী বাবা। বাড়ি ফেনী জেলার সদর উপজেলা ফরহাদ নগর ইউনিয়ন পৌর বাজারের বাসিন্দা। তার এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তার মা,বোন এবং আত্মীয়রা।সকাল সাড়ে নয়টায় আজ বুধবার তাকে মর্গ থেকে আনা হয়েছে গ্রামের বাড়িতে। তার এই দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েছেন দেখতে আসা গ্রামবাসীরাও। তাকে কাপন দাফনের জন্য প্রস্তুত করছে তার মৃত্যু দেহ। তাকে বেলা দুপুর দুটায় নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

  • মা-বাবার স্বপ্ন পূরণের আগে মোটরসাইকেল প্রাণ নিল মাহিনের