মোঃ সুজন আহমেদ, উল্লাপাড়া সিরাজগঞ্জ
অসুখ-বিসুখে অসুস্থতায় সৃষ্টিকর্তার পরই মানুষ যাদের শরণাপন্ন হয় সেই মহান পেশার মানুষ হল চিকিৎসক। সেবার ব্রত নিয়ে যারা নিজের আত্মনিয়োগ করে চিকিৎসা সেবায় মতো মহৎ পেশায়। প্রতিটা সেক্টরে ভালো-মন্দ দুই পেশার মানুষ থাকে। তেমনি চিকিৎসার ক্ষেত্রেও আছে। রাগ অভিমানে এই পেশার মানুষকেই অনেক সময় কসাই বলতে শোনা যায় আবার এই মানুষগুলো দ্বারা উপকৃত হয়ে সৃষ্টিকর্তার নিকট প্রাণভরে দোয়া করে থাকে অনেকে। চিকিৎসা সেবা এক অনন্য শিল্প সেবা এক প্রয়োগিকভাবে রপ্ত করতে হয়। জানতে হয় বিস্তর। আত্মস্থ করতে হয় ষষ্ঠ ইন্দ্র দিয়ে। সব কাজের মধ্যে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আছে, তেমনি চিকিৎসা পদ্ধতির মধ্যেও তাই। সবকিছু ছাপিয়ে চিকিৎসকের উত্তম ব্যবহার হাতের যশ,রোগ নির্ণয়, তার সঠিক চিকিৎসা প্রয়োগ, চিকিৎসার অনাবিল মুন্সিয়ানা হয়ে ওঠে অনেকে। অনেক চিকিৎসক আছে যাদের কোন আবেগ ও হৃদয়ের ভাবাবেগ থাকে না। এ যেন রোবটিক ফাঁপা নিষ্প্রাণ চিকিৎসার জন্য চিকিৎসা করা। এরকম চিকিৎসকদের সাধারণ মানুষ মোটেই পছন্দ করে না। চিকিৎসা করতে হলে রোগের ধরন বুঝে আর বাস্তবতা দিয়ে। তাহলে রোগ দূর করতে হবে। সেই রকম একজন ভালো মানের ও ভালো মনের একজন মানবিক চিকিৎসক। তার আচরণে রোগের ২০% রোগ ভালো হয়ে যাবে।তার কাছে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও অভিভাবকের অভিমত।
যার সম্পর্কে বলছিলাম, ড. ডাক্তার শারমিন আক্তার স্বর্ণা প্রাক্তন মেডিকেল অফিসার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল, গাইনি অফস শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল ডক্তার শারমিন আক্তার স্বর্ণা। একজন ভালো মানের ও ভালো মনের চিকিৎসক। তিনি মেডিসিন গাইনি প্রসূতি বন্ধ্যাত্ব রোগের এর চিকিৎসা দিয়ে থাকেন। তার কাছে চিকিৎসা গ্রহণ করা একাধিক রোগের সাথে কথা বলে জানা গেছে তিনি সময় ধরে রোগের বর্ণনা শুনেন এবং রোগীর সাথে সুন্দর আচরণ করেন সর্বদা হাস্যজ্জল এর চিকিৎসক চিকিৎসা প্রদান করে থাকে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। মানবিক চিকিৎসক অনেক গরিব অসহায় রোগীদের ফি ছাড়াই চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। অতিরিক্ত পরীক্ষা দেন না ডাক্তারের কাছে নির্ভয়ে বলা যায় একান্ত প্রয়োজন ছাড়া কোন টেস্ট দেন না।
একজন গরিব অসহায় রোগী মনিকা বলেন, আমার অনেক সমস্যা ছিল চিকিৎসা নিয়ে ভালো আছি আবার দেখা করতে এসেছি আমরা গরিব শুনে তিনি পরামর্শ ফি নেননি ওনার কথা আচার ব্যবহার খুবই ভালো। তাই উনার জন্য আমাদের সব সময় দোয়া থাকবে গরিব দুঃখী মানুষের পাশে যেন সব সময় দাঁড়াতে পারে।