মাহমুদুল হাসান লিমন, জেলা প্রতিনিধি
নরসিংদী নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মনোহরদি উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মার্চ) বিকাল- ৫.৩০ মিনিটে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামের নূরু মিয়ার মাদকাসক্ত ছেলে আরিফ মিয়া (৩০) ভাত খেতে বসে। খাবারের এক পর্যায়ে সে মা হাসনে আরা (৫০) এর সাথে খাবার নিয়ে তর্কে- বিতর্কে লিপ্ত হয় এবং ঘর থেকে একটি লোহার শাবল নিয়ে মায়ের মাথার পেছনে সজোরে দুইটি আঘাত করলে মা হাসনে আরা ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম জানান, মাকে হত্যা করার অপরাধে ঘাতক আরিফ মিয়া কে আটক করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।