জনপ্রিয়

মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 days ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১-টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার জামায়াতের আমির জনাব মোঃ সায়েদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আশরাফ হুসাইন, লুৎফর রহমান, রমজান, মোঃ আবুল খায়ের, ডাঃ বশীর আহমেদ সহ আরোও অনেকেই।

উপজেলা জামায়াতের আমীর বলেন, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এ জাতিকে পিছিয়ে ফেলেছে। আমরা চেয়েছিলাম একটি মানবিক দেশ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা দেখেছি বিগত আওয়ামী দুঃশাসন তার আগে বাকশাল। সবকিছুর মূলে ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবেনা।

আলোচনা শেষে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি হয়!

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাসিরনগর উপজেলার ইসলামী ছাত্রশিবিরের , কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত!