জনপ্রিয়

মনোহরদী উপজেলা প্রেসক্লাবে উপহার দিয়ে পুরো অফিস সাজিয়ে দিলো-রাকিব রহমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মাহমুদুল হাসান লিমন, জেলা প্রতিনিধি নরসিংদী

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের অফিস উন্নয়নের জন্য উপহার হিসেবে ৫ টি ইজি চেয়ার, ১ টি বড় মিটিং টেবিল, ১ টি আলমারি, ১ টি বুক সেলফ, ২ টি ছোট ডেক্স টেবিল, ১ টি কম্পিউটারসহ অফিসে ব্যবহার উপযোগী প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র প্রদান করেছেন মনোহরদী পৌরসভার সাবেক সফল মেয়র ডাক্তার আবদুল খালেক সাহেবের লন্ডন প্রবাসী ছেলে রাকিব রহমান (আবুল ভাই) উনার নিজস্ব লোক মারফত উপজেলা ক্লাবে পৌঁছেদেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম সাকিল ও সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা সহ উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দগণ ও উপস্থিত ছিলেন। উক্ত প্রেসক্লাবের সভাপতি জানান, সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ শক্তি। এই মহান পেশায় নিয়োজিত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২০২৪ খ্রিষ্টাব্দে চলতি বছরের ৩ য় মাসের প্রথম দিনেই কমিটি গঠন করার মাধ্যমে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে এমন সুস্থ্য- সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ায় সবাই খুশি। অনেকে খুশি হয়ে মনোহরদী প্রসক্লাবের উন্নয়নের জন্য বিভিন্ন পন্য সামগ্রী প্রদান করিতে চাচ্ছে। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচার- প্রকাশ করাসহ বিভিন্ন কর্মকান্ডে সদস্যদের সরাসরি সংশ্লিষ্টতা দেখে অনেক সন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় বিভিন্ন আসবাব পত্র উপহার হিসেবে দিতে চাচ্ছে মনোহরদী উপজেলা প্রেসক্লাবে রাকিব ভাইয়ের মত অনেক ভাই বন্ধুগণ।

  • মনোহরদী উপজেলা প্রেসক্লাবে উপহার দিয়ে পুরো অফিস সাজিয়ে দিলো রাকিব ভাই