মাহমুদুল হাসান লিমন, ব্যুরো প্রধান নরসিংদী
নরসিংদীর মনোহরদীতে পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সকালে মনোহরদী উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র ভৌমিকের সঞ্চ্যালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর, মনোহরদী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক প্রীয়াশিষ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, বিভিন্ন ইউনিয়নের পাটচাষিরাসহ আরও অনেকে। উপজেলার ১ টি পৌরসভা ১২ টি ইউনিয়নের ২ হাজার পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।