জনপ্রিয়

ভোলায় ৭ আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 3 weeks ago

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এ সময় সাতটি আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ ও চারটি রকেট ফ্লেয়ার জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটক পাঁচজন হলেন উপজেলার চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার, রুবেল হোসেন, কবির মাঝি, মো. ইউনুস ও ফেরদৌস ওরফে হেজু। গতকাল বুধবার মধ্যরাতে চর মোজাম্মেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক জলদস্যুরা চর মোজাম্মেলের সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছিলেন।