জনপ্রিয়

ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 weeks ago

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া সদর থানাধীন জামিল মাদ্রাসার পূর্ব পাশে সোনার দেশ নামে একটি ক্লিনিকে গত ৭ দিন আগে মৃত্যু উজ্জ্বল হোসেন(৩০) পিতা- আফজাল হোসেন, সাং কৈগাড়ি পশ্চিমপাড়া থানা শাজাহানপুর, জেলা বগুড়া চিকিৎসার জন্য ভর্তি হয়।

আজ বুধবার ২৬ মার্চ ২০২৫ ইং তারিখ চিকিৎসাধীন অবস্থায় অনুমান ১২ .০০ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পাওয়া মাত্রই এলাকাবাসী ও পরিবারের সদস্যদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিবারের অভিযোগ তাদের রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার কারণে মৃত্যুবরণ করেছে মৃত উজ্জ্বল হোসেন।এই সাত দিনে রুগির পেছনে এই টেস্ট ওই টেস্ট ঔষুধ বাবদ প্রচুর টাকা খরচ করেছে।তবু সাত দিনে কোন উন্নতি হয়নি।আজ সকালে হঠাৎ করে উজ্জ্বল হোসেন মারা যায়।

মৃত্যুর পরপরই রোগীর লোক ও ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে এক প্রকার হাতাহাতি সংঘর্ষ হয়ে থাকে।পুলিশ ও জনতার সহযোগিতায় পরে দীর্ঘায়ু না হয়ে বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রশাসন ক্লিনিকে অবস্থান করছে যেন কোন হতা হত বা সংঘর্ষ না হয়। রোজার দিনে জনগণের কোন ভোগান্তি যেন না হয়।