জনপ্রিয়

ভালোবাসা ও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হলো ঠাকুরগাঁও এ সাফ জয়ী নারী ফুটবলার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি

নিজ জেলায় ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী,কোহাতি কিসকু ও সাগরিকা।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকালে ঢাকা থেকে নিজ এলাকায় এসেছেন নারী ফুটবলার।

এসময় সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার,তারেক হাসান তাহসিন,রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে শুনেন জেলা প্রশাসক। সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন। এছাড়াও আগামীকাল তিনজন নারী ফুটলারকে সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য,টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী,সাগরিকা ও কোহাতি কিসকু।

  • ভালোবাসা ও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হলো ঠাকুরগাঁও এ সাফ জয়ী নারী ফুটবলার