জনপ্রিয়

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

নিজস্ব প্রতিবেদক:

মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বেলকুচি উপজেলার ধর্ম প্রাণ মুসুল্লি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে চন্দনগাঁতি মৌলভী পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মুকুন্দগাঁতী বাজার প্রদক্ষিণ করে যাত্রী ছাউনিতে গিয়ে ছাত্রদের সাথে মিলিত হয়। এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করা হয়েছে।