জনপ্রিয়

ভাঙ্গা-গোপালগঞ্জ সড়কে আবারও প্রাণহানি দুর্ঘটনায়-০২ তরুণের মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 hours ago

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। ০৮/০৫/২৫ ইং বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী একটি ট্রিক (ট্রাক্টর) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই তরুণ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ট্রিকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করলেও, ততক্ষণে ওই দুই তরুণের মৃত্যু ঘটে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।দুঃখ থেকে ক্ষোভে এলাকাবাসীর বিক্ষোভ ও দাবিএই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে দেখা গেছে তীব্র ক্ষোভ। এলাকাবাসীর একটাই দাবি! এই রাস্তা যেন আর মৃত্যুর ফাঁদ না হয়। আমাদের একমাত্র দাবি, ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত পুরো রাস্তা দ্রুত চার লেনে উন্নীত করা হোক।

  • ভাঙ্গা-গোপালগঞ্জ সড়কে আবারও প্রাণহানি দুর্ঘটনায়-০২ তরুণের মৃত্যু