জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালে দেয়ালে যেনো গ্রাফিতি অংকনের প্রতিযোগিতা চলছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 months ago

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাস্তার মোড়ে মোড়ে সরকার পতন আন্দোলনের লেখাগুলো মুছে আঁকা হচ্ছে লাল-সবুজের বাংলাদেশের ছবি। স্বাধীনতা, সভ্যতা, সংস্কার, শান্তিসহ দেশ গড়ার প্রত্যয় নিয়ে নানান লেখা দিয়ে দেয়ালগুলোকে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। সাথে সাথে মাদরাসার শিক্ষার্থীরাও ধর্মীয় নানান শান্তির বাণী অংকন করে যাচ্ছে বিভিন্ন দেয়ালে। সব মিলিয়ে পুরো শহর যেনো রঙিন হয়ে যাচ্ছে গ্রাফিতির অংকনে। এনিয়ে নেটিজেনদের থেকে আসা প্রশংসনীয় মন্তব্যে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়াল। এসব থেকে বাদ যায়নি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপারের বাসভবনও। সরেজমিনে দেখা গিয়েছে পৌর এলাকার কাউতলীর মোড় থেকে নিয়ে কালীবাড়ি মোড় পর্যন্ত। অন্নদা স্কুলের পার্শস্থ সরকারি মহিলা কলেজ ছাত্রী নিবাসের দেয়াল। সূর্যমুখী কিন্ডারগার্টেনের পার্শস্থ দেয়াল সহ আরও বিভিন্ন দেয়ালে এসব ছবি আঁকা হচ্ছে। এসব দেয়ালে নিজেদের মনের মতো গ্রাফিতি দিয়ে সাজানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী মিলিয়ে অন্তত শতাধিক শিক্ষার্থীকে কয়েকদিন যাবৎ আঁকার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা যেনো নিজেদের প্রাণের ব্রাহ্মণবাড়িয়াকে মনের মতো সাজিয়ে নতুন করে গড়ার কাজে ব্যস্ত।

  • ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালে দেয়ালে যেনো গ্রাফিতি অংকনের প্রতিযোগিতা চলছে