(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আহতরা হলেন- মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। তারা কসবা উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়, তবে পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে শ্যামনগর সীমান্তের খাদলা এলাকায় ছয়জন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে প্রায় দেড়শ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, ঈদকে সামনে রেখে ভারতীয় গরু, মসলা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বেড়েছে। বিজিবি নিয়মিত টহল ও অভিযান চালালেও চোরাকারবারিদের তৎপরতা থামানো যাচ্ছে না।বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে টহল জোরদার এবং স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।”সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।