সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। আজ ১৩/৩/২৪ ইং রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া থানার ইনচার্জ অফিসারের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ৩৪ কেজি গাঁজা এবং ০১টি সিএনজি জব্দ করা হয়েছে বলে জানা যায়। এবিষয়ে পুলিশ ইনচার্জ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে খবর আসলে আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্গত কুমারপাড়াস্থ জনৈক সোহেল ভূইয়ার দোকানের সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়াগামী বাইপাস পাঁকা সড়কের উপর হতে এক বিশেষ অভিযানের মাধ্যমে ৩৪ কেজি গাঁজা এবং ০১টি সিএনজি জব্দ করা হয়েছে। পরিশেষে তিনি বলেন, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।