সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
গতকাল ১০/৩/২৪ ইং রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাধীন ভাদুঘরস্থ আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় ১৫দিন ব্যাপী হুফফাজ মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণটি গত ২৬/২/২৪ ইং রোজ সোমবার শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজনের মধ্য দিয়ে শুরু হলে বিভিন্ন স্থান থেকে ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেছিলেন। অস্থায়ী প্রশিক্ষক হিসেবে ঢাকা থেকে এসেছিলেন অত্র ফাউন্ডেশনের সিনিয়র প্রশিক্ষক হাঃ মাওঃ ক্বারী আব্দুল কাদের ও স্থায়ী প্রশিক্ষক হিসেবে সর্বদায় ছিলেন হাঃ মাওঃ ক্বারী নাজমুল হাসান মুজাহিদ। অবশেষে অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ আব্দুল হক এর ছোট ছেলে হাঃ মাওঃ ক্বারী ত্বলহা হক এর শেষ প্রশিক্ষণ ও পরিক্ষা নেওয়ার মাধ্যমে এক বিদায়ী অনুষ্ঠানের দিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাঃ মাওঃ ক্বারী সফিকুল ইসলাম আজিজি,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণ জোনের সভাপতি হাঃ মাওঃ ক্বারী আবু ইউসুফ উবায়দী ও শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হাঃ মাওঃ ক্বারী ইসহাক হোসাইন প্রমুখ। এসময় প্রশিক্ষণার্থীদেরকে লক্ষ্য করে একজন আদর্শ শিক্ষক কিভাবে হবে এবং শিক্ষার্থীদেরকে আদর্শ শিক্ষার্থী হিসেবে কিভাবে গড়ে তুলতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে হাঃ মাওঃ ক্বারী নাজমুল হাসান মুজাহিদ বলেন শায়খ আব্দুল হক সাহেব আমাদের বাংলাদেশের জন্যে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। বর্তমানে উনার বয়স চলছে ৮৬ বছর এরপরেও তিনি রীতিমতো কুরআনের খেদমতে দেশে আনাচেকানাচ সহ বহির্বিশ্বেও ভ্রমণ করছেন। কুরআনের খেদমতে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন তাই আমরা এ মনিষী বেচে থাকতে তাঁকে কদর করতে শিখি। আল্লাহ তা’আলাও তাঁকে আমাদের মাঝে আরও দীর্ঘায়িত করুন,আমীন। প্রশিক্ষণার্থীরাও এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের কতটুকু ফায়দা হয়েছে সেটিও একের পর এক মঞ্চে এসে উপস্থিত সবার সামনে ব্যক্ত করেছেন। এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে যাদের খেদমত নাই তাদের খেদমতেরও ব্যাবস্থা করা হয়েছে বলে জানা যায়। পরিশেষে হাঃ মাওঃ ক্বারী ত্বলহা বিন আঃ হক এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং প্রশিক্ষণার্থীদেরকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।