ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে অভিযান : ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 20 minutes ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬০ ব্যাটালিয়নের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে শাড়ির বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ১৩৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা। চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

  • ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে অভিযান : ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার