ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার চিঠি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 21 hours ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের মধ্যে বড় অগ্রগতি এসেছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে এ বিষয়ে ডিও লেটার (আধাসরকারী পত্র) দিয়েছেন। গত ৩ আগস্ট প্রদত্ত এই পত্রকে এলাকাবাসী বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

পত্রে অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর একটি হলেও এখানে এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই। ফলে জেলার দরিদ্র ও অসহায় মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সদর হাসপাতালেও আধুনিক চিকিৎসা ও ডাক্তার সংকট রয়েছে, যার কারণে জরুরি ও জটিল রোগীদের ঢাকায় যেতে হয়—যা অধিকাংশের জন্য ব্যয়বহুল ও কষ্টকর।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজের দূরত্ব যথাক্রমে প্রায় ১০০ ও ১৫০ কিলোমিটার হওয়ায়, নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অভাব দীর্ঘদিন ধরে জনভোগান্তির কারণ হয়ে আছে। অথচ পূর্ববর্তী সরকার কম গুরুত্বপূর্ণ জেলা সদরগুলোতে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক অবদানের বিষয়েও পত্রে আলোকপাত করা হয়। বিদেশে কর্মসংস্থানে এ জেলা দেশের দ্বিতীয় অবস্থানে, যা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আসে। এছাড়া দেশের বৃহত্তম তিতাস গ্যাসফিল্ডও এখানে অবস্থিত, যা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

এ প্রেক্ষিতে, অর্থ উপদেষ্টা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য উপদেষ্টাকে অনুরোধ জানান।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর বলেন, “এটি সময়ের দাবি ও প্রাণের দাবি। অর্থ উপদেষ্টার চিঠি আমাদের আশাবাদী করেছে।”

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সভাপতি ও সাবেক এমপি এম এ খালেক বলেন, “আমরা সব জায়গায় এই দাবির পক্ষে কথা বলছি। অর্থ উপদেষ্টার চিঠি একটি ইতিবাচক পদক্ষেপ, আমরা দ্রুত বাস্তবায়নের আশা করছি এবং সহযোগিতা অব্যাহত রাখবো।”

  • ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে অর্থ উপদেষ্টার চিঠি