সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৫” এর শেষ দিনে ছাদবাগান প্রেমীদের মাঝে বিভিন্ন ধরনের ফল-ফসলের বীজ ও চারা বিতরণ করেছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান গ্রুপ।
মেলায় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন গ্রুপের এডমিন মাওলানা কাজী এনাম। তিনি বলেন, “মানুষ এখন ভালো কিছু করতে চায়, ভালো কিছু খেতে চায়। কিন্তু ভেজালের এই যুগে নিরাপদ খাবার পেতে হলে নিজের খাবার নিজেকেই উৎপাদন করতে হবে। যার ছাদ, আঙিনা বা পরিত্যক্ত জমি আছে, তার জন্য এটি এক অপার সম্ভাবনা। এসো বন্ধু, ভালো কিছু করি।”
মেলার শেষ দিনে গ্রুপের সদস্যদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। একে অপরকে গাছ উপহার দেওয়ার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। গ্রুপের পক্ষ থেকে শতাধিক ফলদ, বনজ ও শোভামূলক গাছ এবং ভিন্ন ভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়।
সবাই মনে আশা করছে—এই জেলার প্রতিটি বাড়ি, প্রতিটি ছাদ একদিন ফল-ফুলে ভরে উঠবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন মুফতী কাজী এনাম, মডারেটর শরীফুল ইসলাম মাসুদ, শামিম আহমেদ, মাওলানা মুছা সরকার, হাফেজ মাওলানা কাউছারসহ আরও অনেকে।
এছাড়াও গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: বাগানী মুফতী এনামুল হাসান, দেলোয়ার হোসাইন মাহদী, মাওলানা মাসুম, জুয়েল ইক্বরাম, সাইফুল ইসলাম, সাথি আক্তার, হানি, ফ্লোরা, শাহিনা নাসরিন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম হলেও ইতোমধ্যে জেলার অনেক অভিজ্ঞ বাগানিপ্রেমী এখানে যুক্ত হয়েছেন। গ্রুপটি গাছ সংক্রান্ত যেকোনো পরামর্শ দিয়ে থাকে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই ছাদবাগান গড়ার উদ্যোগ নিয়েছেন এবং অনেকেই স্বপ্ন দেখছেন নিজের একটি সবুজ ছাদবাগানের।
ছাদবাগানিদের এই মিলনমেলায় উপহার হিসেবে ছিল বিদেশি আনার, লেবু, আমড়া, করমজা, বারোমাসি আম (বারি-১১), নানা রকম ফুলের চারা ও কাটিং।
বারোমাসী আমের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।