জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় “পাখির খাদ্য” নামে বুকিংকৃত দশ বস্তায় মোট ৮০ টি চায়না রিং জাল জব্দ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার কান্দিপাড়াস্থ মাদ্রাসা রোডে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং জাল) জব্দ করা হয়েছে।

‘পাখির খাদ্য’ নামে বুকিংকৃত দশটি বস্তায় মোট ৮০টি চায়না দুয়ারি কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে এসব জাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক ২,৪০,০০০ টাকা।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামী। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশের আহ্বায়ক ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য শামীম আহমেদ, তরী’র সদস্য খাইরুজ্জামান ইমরান এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ। 

উল্লেখ্য, চায়না দুয়ারি বা রিং জাল পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার এই জালের ব্যবহার ও বিপণন নিষিদ্ধ করেছে।

  • ব্রাহ্মণবাড়িয়ায় "পাখির খাদ্য" নামে বুকিংকৃত দশ বস্তায় মোট ৮০ টি চায়না রিং জাল জব্দ