জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকে কেন্দ্র করে  ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী, ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশকে কুপিয়ে জখম করা হয়েছে। গভীর রাতে উপজেলাস্থ শাহপুর এলাকায় তাকে কোপানো হয়। প্রাথমিক পর্যায়ে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে সেখানে থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  হাসপাতালে আহত পলাশের ছোট ভাই মোঃ রানা অভিযোগ করে বলেন, জেলা পরিষদ সদস্য এম.এ আজিজের লোকজন এই হামলা চালিয়েছেন। রাতে বাসায় ফেরার পথে পলাশকে কোপানো হয়। মূলত রাশেদুল কাওসারের পক্ষে কাজ করায় তার উপর এ হামলা চালানো হয়। রাশেদুল কাউছার জীবন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার আমার সমর্থকদের উপর বিভিন্নস্থানে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, এ ঘটনায় সোমবার সকালে কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবন বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এবং এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ব্যাপারে তল্লাশি চলছে।

  • ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকে কেন্দ্র করে  ছাত্রলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম