ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সম্মেলনের প্রস্তাবসহ শানে সাহাবার পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 hours ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় শহরের কাজীপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন তাহফিজুল কুরআন হুসাইনিয়া মাদরাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক।
সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ আসাদুল করীম।

সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ হাশেমী, সহ সভাপতি মুফতি মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় জেলার কার্যক্রমকে আরও সক্রিয় ও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়। ইমাম-খতীব, মুয়াজ্জিন, খাদেম এবং আলেম সমাজের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া জেলা পর্যায়ে একটি জাতীয় সম্মেলন আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়।

সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে কমিটিতে নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সহ সভাপতি: মুফতি মঞ্জুরুল হক

সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা শামসুজ্জামান সোহাগ

সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা কেফায়েত উল্লাহ বিন তাজুল ইসলাম

প্রচার সম্পাদক: হা. মুফতি দেলোয়ার হোসাইন মাহদী

সভা শেষে পরামর্শমূলক বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম আজিজি এবং সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম:
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দুটি ঘটনা:
১. নবীনগর উপজেলার বগডহর ষাটঘর জামে মসজিদের ইমাম স্থানীয় মুসল্লীদের দ্বারা নির্যাতনের শিকার হলে, ফাউন্ডেশনের জেলা নেতৃবৃন্দ নবীনগর থানার ওসি ও স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা করেন।

২. সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আলোচিত ময়না হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া পার্শ্ববর্তী মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের পক্ষে আইনী সহায়তা ও ন্যায্য বিচারের দাবিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সংগঠনটি।

শানে সাহাবা ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার খতীব, ইমাম ও আলেম সমাজের পক্ষে একটি সক্রিয় ও দায়িত্বশীল সংগঠন হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

  • ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সম্মেলনের প্রস্তাবসহ শানে সাহাবার পরামর্শ সভা অনুষ্ঠিত