জনপ্রিয়

ব্যাট হাতে তামিমের অনুশীলন! তবে কি ফিরছেন জাতীয় দলে?

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় দলের বাইরে আছেন ওপেনার তামিম ইকবাল। তবে হঠাতে গতকাল ব্যাট হাতে অনুশীলনে নেমে সমর্থকদের দিয়েছেন চমক! ধারণা করা যাচ্ছে আবারো ক্রিকেটের বাইশগজে ফিরছে চলেছেন দেশসেরা এই ওপেনার। গত বছর সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তামিম। এরপর হঠাতে একই বছরে চট্টগ্রামে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন দেশসেরা এই ওপেনার ব্যাটার । তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন লাল সবুজ জার্সিটা। তবে যদিও পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি। কিন্ত তারপর ও ভারতের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়ে দীর্ঘদিন থেকেছেন দরের বাইরে। সময় পাল্টেছে ব্যাপক পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নেই আগের অনেক কর্মকর্তা । তাইতো কয়েক আগেই গুঞ্জন শোনা গিয়েছিল চলতি মাসে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম! এমন গুঞ্জনের মধ্যেই মাঠের অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। গতকালই মিরপুরে দেখা গিয়েছিল তামিমকে, এরপর আজ রোববারও অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ককে। এদিন পেসার হাসান মাহমুদ এবং স্পিনার তাইজুল ইসলামকেও দেখা গেছে তার সঙ্গে।

  • ব্যাট হাতে তামিমের অনুশীলন! তবে কি ফিরছেন জাতীয় দলে?