জনপ্রিয়

ব্যবসা ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ জেলা প্রতিনিধি.

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ জোনাল হেড কোয়ার্টার গাজীপুরে আজ ১৮.০৩.২৪ ইং রোজ মঙ্গলবার বিকাল ০৪.০০ টার সময় অনুষ্ঠিত হয় ব্যবসা উন্নয়ন পরিকল্পনা আলোচনা সভা। উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন মোঃ কবির উদ্দিন ডি.এম.ডি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ গাজীপুর জোনাল হেড কোয়ার্টার গাজীপুর। পরিচালনায় ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর এ এম ডি মোঃ শহিদুল ইসলাম (সোহাগ) । প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন সিনিয়র উপ-ব্যবস্থাপক ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ ঢাকা। তিনি বলেন আজকের বিমা আগামীদিনে ভবিষ্যৎ। স্বাচ্ছন্দ্য হোক আপনাদের জীবনের পথ চলা। সকল কিছু বলার শেষ মুহূর্তে বলেন। আমাদের ব্যবসা ও উন্নয়ন পরিকল্পনা মধ্যেমে এ জি এম মোছাঃ রিয়া আক্তার উর্মি চলতি মাসের সর্বোচ্চ ব্যবসা দিয়েছেন ২৭ লাখ ৫০০ টাকা দিয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি। এই একাউন্ট করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান।এই একাউন্ট এর সকল দলিল পত্র তুলে দেওয়া হয়। ব্যবসা ও উন্নয়ন নিয়ে বক্তব্য ইন্সুরেন্স এর সিনিয়র কর্মকর্তারা। তারা হলেন জি.এম মোঃ অহেদ আলী। জি. এম মোঃ রফিকুল ইসলাম। এফ এ মোছাঃ হেপি আক্তার। মোছাঃ মোর্শেদা আক্তার। ব্রাঞ্চ ম্যানেজার।এ জি এম মোঃ বাবুল হোসেন। এ জি এম আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর সকল সদস্যরা।

  • ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ জোনাল হেড কোয়ার্টার গাজীপুর