মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৈন্যা গণহত্যা স্মৃতিফলকে শ্রদ্ধা জানানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক সরকার, চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌহালী। ১৯৭১ সালের ২৫ অক্টোবর চৌহালী উপজেলার বৈন্যা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের খবর পেয়ে গ্রামের ৩০ জনের বেশি নিরীহ জনসাধারণ জনৈক দুলাল সরকারের বাড়িতে আশ্রয় নেন। রাজাকারদের মাধ্যমে খবর পেয়ে পাক হানাদার বাহিনী বাড়িটি গিড়ে ফেলে। এবং নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষন করে। ইতিহাসের এক জঘন্য গণহত্যার নজির সৃষ্টি করে। বর্বরোচিত গণহত্যায় ১৪ জন শহীদ দের নাম জানা গেছে। তারা হলন-(১) হারুন অর রশিদ, পিতা-ওসমান(২) কুজরত আলী, পিতা -সোনা উল্লাহ (৩) আব্দুল লতিফ, পিতা-জুড়ান আলী (৪)আব্দুস ছাত্তার, পিতা-জুড়ান (৫) নৈয়মউদ্দিন মুন্সি,পিতা -মামুন (৬) আব্দুল মিয়া, পিতা -আলী হোসেন সরকার (৭) আব্দুস ছামাদ, পিতা -কছের সরকার (৮) মনির উদ্দিন, পিতা-মীর আলী বেপারী (৯) আব্দুল কদ্দুস, পিতা-ছামু বেপারী (১০) আবু ফকির, পিতা – জাবেদ ফকির (১১) নেরু শেখ, পিতা-মকবুল হোসেন (১২) যোগীন্দ্র পাটনী (১৩) শাহজাহান আলী, পিতা – নুর মোহাম্মদ বেপারী (১৪) আব্দুস ছাত্তার, পিতা -আব্দুর রহমান। এদের মধ্যে ১২ জনকে এই স্থানে সমাহিত করা হয়। আরো উপস্থিত ছিলেন মোল্লা বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান চৌহালী উপজেলা পরিষদ, শ্যামল দত্ত, অফিসার ইনচার্জ চৌহালী থানা। মিজানুর রহমান, চেয়ারম্যান খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ। হেকমত আলী -উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চৌহালী, বশির উদ্দিন – উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ বীর মুক্তিযোদ্ধারা। বৈন্যা গণহত্যায় আত্নদানকারী সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।