আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের সাথে বেলকুচি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনও মিজ আফরিন জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ণ মালাকার, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক উজ্জ্বল অধিকারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু এবং সদস্য টুটুল শেখ ও আল-আমিন হোসেন।
সভায় সাংবাদিকরা বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের স্বচ্ছতা ও গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে ইউএনও’র সাথে খোলামেলা আলোচনা করেন। ইউএনও মিজ আফরিন জাহান সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “উন্নয়নমূলক কাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিসীম। আপনারা সঠিক তথ্য তুলে ধরলে প্রশাসনের কাজ আরও সহজ হবে।”
সভাটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সংলাপ।