বেলকুচিতে ২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 hours ago

আল-আমিন হোসেন,স্টাফ রিপোর্টার:

“বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক”—এমন উদ্দীপ্ত স্লোগানে মুখর ছিল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা।

২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইং, বিকাল ৩ ঘটিকায় গোলাম মওলা খাঁন বাবলুর নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু।

সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-বেলকুচি উপজেলা তাঁতী দলের সভাপতি শাহআলম মেম্বার সাধারণ সম্পাদক সেলিম সরকার, উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুর রাজ্জাক মন্ডল,বেলকুচি পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন সরকার,দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোগরব আলী বেপারী,এনায়েতপুর থানা যুবদলের সহ-সভাপতি আশরাফ আলী,উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সনতোশ আলী প্রাং,পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় সদস্য ডা. হামিদুল ইসলাম,সদিয়া চাঁদপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আব্দুস সামাদ, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিরুল ইসলাম।

পরিচালনায় ছিলেন:দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হাফিজুল ইসলাম মন্ডল,বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসলাম আকন্দ,

দোয়া পরিচালনা করেন: হাফেজ মাওলানা মুফতি মঈনুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”

  • বেলকুচিতে ২৪' জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত